Breaking News

অপরিচিত কোন ব্যক্তি থেকে পানীয়, ইফতার বা খাবার সামগ্রী খাওয়া থেকে বিরত থাকুন

নেপাল ধরঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, জেলা পুলিশ সারাক্ষণ আপনার আশে-পাশই আছে। সচেতন হোন, সতর্ক থাকুন, অপরাধ প্রতিরোধ করুন। সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রমযান মাসে ইফতারির সাথে চেতনানাশক মিশিয়ে অজ্ঞানপার্টির কিছু অসাধু লোক যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যায়। তাই চলার পথে যানবাহনে অপরিচিত কোন ব্যক্তি কিংবা বাসে উঠা হকারের নিকট থেকে পানীয়, ইফতার বা খাবার সামগ্রী খাওয়া থেকে বিরত থাকুন। যানবাহনে অজ্ঞানপার্টির খপ্পর থেকে রক্ষায় পাশে বসা যাত্রীর সাথে ব্যক্তিগত তথ্য বিনিময় থেকে বিরত থাকুন। নিজে সচেতন হোন; অন্যকে সচেতন করুন।

কোন যানবাহনে চড়ার সময় গাড়ীর নম্বর দেখে রাখুন। গাড়ীর নম্বর মনে রাখলে অপরাধীকে শনাক্ত করা সহজ হয়। যানবাহনে চলার পথে মার্কেটে এ ধরণের কোন সমস্যায় পড়লে বা দূর্ঘটনা ঘটলে সবার আগে ৯৯৯ এ কল করুন অথবা নিম্নলিখিত মোবাইল নাম্বারে কল করুন।
অতিরিক্ত পুলিশ সুপার 01320103146
ওসি কোতোয়ালী- 01320103191
ইন্সপেক্টর তদন্ত-01320103192
ইন্সপেক্টর (অপারেশন)-01320103193
ইন্সপেক্টর (ইন্টেলিজেন্ট)-01320103194
ডিউটি অফিসার 01320103196 /

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৪

স্টাফ রিপোর্টার:  ২৬   মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে নেত্র‌কোণা আধু‌নিক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *