Breaking News

আজকের রজনী হাজার মাসের শ্রেষ্ঠতম রাত্র

স্টাফ রিপোর্টারঃ আজকের রজনী হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠতম রজনী, আল্লাহ তায়া’লা কোরানুল কারিমে এই রাত্রকে শবে কদর বলে উল্লেখ করেছেন এই মহিমান্বিত রাত্রে আল্লাহ পাক হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরানুল কারিম নাজিল করেছেন,এই রজনী মুমিন মোসলমানের জন্য আল্লাহ দেয়া সেরা নিয়ামত এই রজনীতে মোসলমানরা তারাবির নামাজের পর সারা রাত জেগে ইবাদত করে কাটান

, মহাক্কেক ইমামগন বলেন শবে কদর হলো এমন একটি রাত যা রমজানের রোজার শেষ ১০ দিনের যে কোন বিজোড় রাত্রে হতে পারে, আবার বেশির ভাগ মোসলমান আলেমগন মনে করেন, রমজানের ২৬ রোজা দিন গত রাত্রটি হচ্ছে শবে কদর মুসলমান গন এই রাত্রে কদরকে তালাশ করেন, এই রাত্রে সুরা আলাকের ৫ টি আয়াত নাজিল করেছেন। এবং এই রাত্রের নামেই একটি সুরা নাজিল করেছেন যার নাম সুরা কদর এই রাত্রে ফরজ, সুন্নত, নফল, সারাজীবনের কাযা নামাজ ও আদায় কররেন। আজ মঙ্গলবার আমাদের দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দেশের জনগন ও বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

About Sak Shadi Masum

Check Also

মুক্তিপণ দাবি চার মাস পর কঙ্কাল উদ্ধার করলো গাজীপুর থানা পুলিশ…

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে প্রতিবেশী রেক্সি বাবু রোজারিওকে (৪৩) হত্যা করেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *