নেপাল ধরঃ ময়মনসিংহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, বুধবার ২৩ আগস্ট বিকাল ৪:৩০ ঘটিকার সময় বিশ্বস্ত সোর্সের মাধ্যমে গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায় যে, অত্র মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড়ে YAMAHA (VERSON-2) R-15 চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য ২ জন লোক অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য মুক্তাগাছা থানার একটি টিম ঘটনাস্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে YAMAHA (VERSON-2) R-15 ফেলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মতিউর রহমান @ মতি (২০) মোঃ আশরাফুল ইসলাম (২২) দ্বয়কে আটক করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় স্বীকার করে যে, উক্ত মোটর সাইকেলটি তাহারা ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হইতে চুরি করিয়া আনিয়া ঘটনাস্থলে বিক্রয়ের জন্য অবস্থান করছিলেন। তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় চোরাই মটর সাইকেলটি জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-২৪(৮)২৩, ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বৃহস্পতিবার ২৪ আগস্ট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
