Breaking News

এক নজরে ময়মনসিংহ বিভাগঃ

ঢাকা, চট্টগ্রামের পরই ময়মনসিংহ বিভাগের অবস্থান এবং দেশের ভবিষ্যৎ প্রাণকেন্দ্র।

ময়মনসিংহের বিভাগের ০৪ টি জেলাই সীমান্তবর্তী জেলা।
মেঘালয় রাজ্যের সাথে আছে স্থলবন্দর।

সদরের ব্রম্মপুত্র নদীর তীরে লালকুঠি দরবার শরীফ শম্ভূগঞ্জ পীর সাহেবের মাজার শরীফ প্রতি বছর ওরছ শরীফে লক্ষ লোকের সমাগম হয়।

*** ময়মনসিংহ বিভাগে আছে- ০৪ টি বিশ্ববিদ্যালয়——-

১/ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
২/ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।
৩/ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।
৪/ শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দহ, জামালপুর।

**** প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়- ০২ টি

১/ ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় – মুয়েট ( বর্তমমান ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ)।
২/ বঙ্গবন্ধু সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

****ময়মনসিংহ বিভাগে আছে ০৫ টি মেডিকেল কলেজ

১/ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ
২/ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
৩/ নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতাল।
৪/ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৫/ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

*** প্রস্তাবিত মেডিকেল প্রকল্প—-

১/ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমান ময়মনসিংহ মেডিকেল কলেজ)
২/ ময়মনসিংহ মহিলা মেডিকেল কলেজ ( বর্তমান এস কে হাসপাতাল ও কালাজ্বর গবেষণা কেন্দ্র, ময়মনসিংহ)

**** ময়মনসিংহ বিভাগের শিল্পাঞ্চল সমূহ— (৫০০+)

১/ ত্রিশাল শিল্পাঞ্চল(সিরামিক ও গার্মেন্টস, বেভারেজ) ময়
২/ ভালুকা শিল্পাঞ্চল (সিরামিক, গার্মেন্টস, বেভারেজ), ময়
৩/ গৌরিপুর শিল্পাঞ্চল (গার্মেন্টস, অয়েল, জুট মিল), ময়.
৪/ নান্দাইল শিল্পাঞ্চল (গার্মেন্টস, নীটিং), ময়মনসিংহ
৫/ ঈশ্বরগঞ্জ ইজোনোমিক জোন, ময়মনসিংহ
৬/ জামালপুর ইকোনোমিক জোন-১, জামালপুর।
৭/ জামালপুর ইকোনোমিক জোন-২, জামালপুর।
৮/ জিলবাংলা সুগার মিল, দেওয়ানগঞ্জ, জামালপুর।
৯/ ময়মনসিংহ জুট মিলস, ময়মনসিংহ।
১০/ গ্লোবাল জুট মিলস, গৌরিপুর, ময়মনসিংহ।

*** ময়মনসিংহ বিভাগে আছে – ০৪ টি স্থলবন্দর

১/ কইড়তলী স্থলবন্দর, হালুয়াঘাট, ময়মনসিংহ।
২/ গোবরাকুড়া স্থলবন্দর, হালুয়াঘাট, ময়মনসিংহ।
৩/ ধানুয়া কামালপুর স্থল বন্দর, বকশীগঞ্জ, জামালপুর।
৪/ নাকুগাঁও স্থলবন্দর, নালিতাবাড়ি, শেরপুর।

**ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎকেন্দ্র সমূহ—
১/রুরাল পাওয়ার স্টেশন-১, ময়মনসিংহ। (২১০। ময়মনসিংহে
বাংলাদেশের এই প্রথম তৈরি হতে যাচ্ছে আর্চ স্টিল ব্রিজ

সূত্র :ইন্টারনেট।

About Sak Shadi Masum

Check Also

পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪

নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *