নেপাল ধর: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) এর কঠোর নির্দেশে বিভাগী নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ও প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে ১৫ মে ২০২৩ সোমবার কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম চায়না মোড় এলাকা থেকে দ্রুত বিচার মামলার আসামী জুলহাস, আনোয়ার হোসেনকে দেশীয় অস্ত্র সহ, এসআই আজগর আলীর নেতৃত্বে একটি টীম আকুয়া ভাঙ্গাপুল এলাকা থেকে ভরণ পোষন আইন মামলার আসামী সাব্বির হোসেন, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম গলগন্ডা মীরবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী বুলবুল মীর, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টী দাপুনিয়া সাকিনস্থ দাপুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ সোবহান, পিটু ওরফে আরমান আলী, এমদাদুল, আজমল হোসেনকে হেরোইনসহ, এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ভরণ পোষন আইন মামলার আসামী আশিকুর রহমান রুমান, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম সিরতা এলাকা থেকে মারামারি মামলার আসামী মাসুদ মিয়া, এএসআই হযরত আলীর নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ইসমাইল হোসেন বাবু, মোঃ অনিক মিয়া, সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদেরকে সোমবার বিজ্ঞ আদালতের সপদ্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ।