Breaking News

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আধুনিক ও পরিকল্পিত বাস্তবায়নের লক্ষে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হানিফ উদ্দিন তালুকদার

রফিকুল ইসলাম রুবেল : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ও পরিকল্পিত ওয়ার্ড বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের প্রতি আমার অঙ্গিকার রাস্তা-ঘাট সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল নাগরিক সুবিধা সুনিশ্চিত করা। মশার উপদ্রব থেকে সাধারণ জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করা, সাধারণ দুস্থ ও গরীব মানুষের জন্য স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ০ ফুটপাতের সৌন্দর্য বর্ধন, গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট ও প্রতিটি রাস্তায় উন্নত সড়ক বাতি স্থাপন করা । খেলাধুলা, চিত্তবিনোদন, বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাঠ ও মিনি শিশু পার্ক স্থাপন করা।চুরি বা ছিনতাই রোধে এলাকাবাসীকে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণকরা । এ এলাকার শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ ও গ্রাম্য শালিসির ব্যবস্থা করা। ড় সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলির লেখা-পড়ার মানবৃদ্ধি ও নিয়ম শৃঙ্খলা সুনিশ্চিত করা এবং সন্ত্রাস ও মাদকমূক্ত সমাজ গড়তে আমি মোঃ হানিফ উদ্দিন তালুকদার কাউন্সিলার পদপ্রার্থী আপনাদের দোয়া ও রায় প্রত্যাশী।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে প্রার্থীতাদের আগাম প্রস্তুতি। নির্বাচনী প্রচারণা অন্যান্য ওয়ার্ডের থেকে পিছিয়ে নেই গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের প্রার্থীরাও। গাসিকের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর সকল প্রার্থীদের মধ্যে এলাকায় আলোচনার শীর্ষে এগিয়ে আছেন মোঃ হানিফ উদ্দিন তালুকদার । এলাকার সহজ-সরল ও দানবীর হিসেবে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হানিফ উদ্দিন তালুকদার রয়েছে সুপরিচিতি। কাউন্সিলর প্রার্থী একান্ত সাক্ষাৎকারে বলেন, ২৭নং ওয়ার্ড বাসিকে আমি দিতে চাই একটি আধুনিক মডেল ওয়ার্ড, যেখানে থাকবেনা কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি। ২৭নং ওয়ার্ড বাসির কর্মী এবং সেবক হয়ে কাজ করতে চাই।
তিনি আরো বলেন আপনাদের সঙ্গে নিয়ে ব্যক্তি, পরিবার তথা সমাজ ধ্বংসকারী সর্বনাশা মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকে কাজে লাগিয়ে দুর্বার সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই। সব নাগরিক সমস্যা ও জনভোগান্তির অবসান ঘটিয়ে ২৭নং ওয়ার্ডকে গড়ে তুলতে চাই একটি মডেল ওয়ার্ড বসবাসের যোগ্য করে। সে সঙ্গে নাগরিক জীবনের যান্ত্রিকতা থেকে সয়িষ্ণু ও ভঙ্গুর সামাজিক বন্ধনকে শক্তিশালী করতে ওয়ার্ড বাসীকে নিয়ে আসতে চাই এক সুদৃঢ় পারিবারিক বন্ধনে। এ লক্ষ্যে অপসংস্কৃতিকে দূর করে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনকে বেগবান করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। শুধু তাই নয় বিগত দিনে যারা এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে পারেনি, আমি নির্বাচিত হলে সেই অসমাপ্ত কাজসহ আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি আমার চেস্টা অব্যাহত রাখবো। পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চেয়ে সকলের নিকট ‘টিফিন ক্যারিয়ার’ মার্কায় ভোট ও দোয়া চেয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হানিফ উদ্দিন তালুকদার বিনয়ের সাথে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশী।

About Sak Shadi Masum

Check Also

ধোবাউড়া উপজেলায় নির্বাচিত হলেন যারা

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়া  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন ডেভিড রানা চিসিম, আনারস প্রতিক পেয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *