Breaking News

গৌরীপুরে পাঠ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ আব্দুল লতিফঃ গৌরীপুর প্রতিনিধি : বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষি এতে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে ৭ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আজমত উল্লাহ আকন্দের সভাপতিত্বে ও গৌরীপুর পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া সুলতানার সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন- ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এটিএম আলমগীর, গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন পলি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, পাট উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ সদর উপজেলার অফিস সহকারী তাহেরা ইতি প্রমুখ।

About Sak Shadi Masum

Check Also

জামালপুরে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বিশাল জসনে জৌলুস

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় জামালপুর জেলা শহরে রোজ: সোমবার সকালে, ১২ রবিউল ১৬ ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *