নেপাল ধরঃ ময়মনসিংহ গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান ১১মে বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৭.১৫ ঘটিকার সময় বাদী মোঃ আল আমিন (৩৯), পিতা-নুরুল হক, সাং-ফুলহর, ইউপি-০৬নং বোকাইনগর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ আব্দুুল গণি মৎস্য হ্যাচারী এন্ড নার্সারী হইতে রেনু পোনা নিয়ে একই তারিখ রাত অনুমান ৮.১৫ ঘটিকার সময় মাছুয়াকান্দা জনৈক বিপ্লব এর ফিসারীর সামনে পাকা রাস্তার পাশে তার অটোগাড়ীটি রেখে রেনু পোনার ব্যাগ গুলো আগাইয়া দেওয়ার জন্য যায়। রেনু পোনার ব্যাগ ফিসারীতে দিয়ে আসার সময় দূর হইতে দেখতে পান যে, তার অটোগাড়ীটি নির্দিষ্ট স্থানে নাই। আশেপাশে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পান, দুইজন ব্যক্তি তার ব্যাটারী চালিত অটোগাড়ীটি দ্রুত চালিয়ে পালিয়ে যাচ্ছে। তখন বাদীর ডাক চিৎকার শুনে অজ্ঞাত ব্যক্তির মোটর সাইকেলযোগে আসামীদেরকে ধাওয়া করে একই তারিখ রাত অনুমান ৮.৪৫ ঘটিকায় গৌরীপুর থানাধীন ৩নং অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর সাকিনস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর খান পাঠান এর ঔষুধের ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর পৌছিলে সেখান থেকে গৌরীপুর থানার রাত্রিকালীন টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় অটোগাড়ী উদ্ধার সহ অটোচুর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ হাসান মিয়া (২০), পিতা-মৃত জুয়েল মিয়া,
দেলোয়ার হোসেন (১৯), পিতা-হারুন মিয়া, উভয়সাং-মাছুয়াকান্দা, ৭নং ওয়ার্ড, গৌরীপুর পৌরসভা, থানা-গৌরীপুর,জেলা- ময়মনসিংহ। এবং ব্যাটারী চালিত অটোগাড়ীটি জব্দ করিয়া থানা হেফাজতে নেয়। উক্ত বিষয়ে গৌরীপুর থানার মামলা নং-১৪, তাং-১২/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।