Breaking News

জামালপুরে শেষ হল মুস্তাহছান ওরছ মোবারক

শেখ সাদী মাছুমঃ জামালপুরের নারকেলির কুঠামনি – সাতকুড়া গ্রামে ৪ ফেব্রুয়ারি ২০২৪ইং রবিবার সকাল ৯ টায় খাজা বাবা শাহ্ শম্ভূগঞ্জী রঃ ও খাজা শাহ্ বাবা এনায়েত পুরি রঃ সাহেব দ্বয়ের শেষ হল মুস্তাহছান ওরছ মোবারক, জানা যায় ২ রা ফেব্রুয়ারি রোজ শুক্রবার জুম্মার নামাজ বাদ মুজাদ্দেদীয়া তরিকার জান্ডা উত্তলনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি শুরু করেন, খাজাবাগ ও খাজায়েনে রহমত পাক দরবার শরীফে পীর সাহেব হযরত খাজা বাবা শাহ খাজা মুহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদী (রেজা শাহ্) হুজুর কেবলাজান, আরো জানা যায় উক্ত ওরছ শরীফে বাংলাদেশ ও ভারতে লক্ষাধিক আশেকান জাকেরান উপস্থিত হন এবং একাধারে ৩ দিন যাবত পবিত্র কোরআন শরীফ পাঠ, জিকির আজগার, আল্লাহ, রাসূলুল্লাহ (সাঃ) শানও মান ও আল্লাহর অলী আওলীয়াদের জীবনি আলোচনা এবং যাদেরকে উদ্দেশ্য করে উক্ত ওরছ শরীফ শরিফ উদযাপন করা হয়, খাজা বাবা শাহ্ এনায়েতপুরি ও খাজা বাবা শাহ শম্ভূগঞ্জী র: অলৌকিক কারামত সহ জীবনি আলোচনা করার পর পীর সাহেব হুজুর বিশ্ব মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির শান্তি কামনা করে আখেরি মোনাজাতে মধ্য দিয়ে ওরছ শরীফ সমাপ্তি করেন।

About Sak Shadi Masum

Check Also

ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *