এম এ জলিল আকন্দ শশী-জামালপুর
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাদেক আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাদেক আলী ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় সাদেক আলী রাস্তা পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত একটি অটোরিকশা সাদেক আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে জামালপুর সদরের নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌছে অটোরিকশাটি আটক করেছে। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন এই প্রতিনিধিকে
বিষয়টি নিশ্চিত করেছেন।