নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২০মে ২০২৩ শনিবার তাদেরকে গ্রেফতার করে পুলিশ। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত বিভাগীয় নগরী গড়তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে ২০মে২০২৩ শনিবার পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ত্রিশালের বিরামপুর ভাটিপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ত্রিশালের মোঃ তারা মিয়াকে গ্রেফতার করে। অপরদিকে এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর বাউন্ডারী রোড এলাকা থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আকুয়া মড়লপাড়ার মোঃ সোহেল রানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজনের মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ত্রিশাল ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা হয়েছে। তাদেরকে ২১মে ২০২৩ রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা ডি’বির অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …