স্টাফ রিপোর্টার: ১৬১ নেত্রকোনা -৫ পূর্বধলা আসনের জাতীয় পার্টি থেকে এম পি পদপ্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ, দলীয় ভাবে লাঙ্গল প্রতিক মনোনয়ন নিয়ে পূর্বধলা রেলস্টেশন রোড দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন।এলাকার জনগনের সাথে আলাপ কালে জানা যায়, কয়েক দশক ধরে নির্স্বাথ ভাবে দলের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন রাজনৈতিক ভাবে একাধিক বার জেল খেটেছেন তার পর তিনি ক্লান্ত হন হননি , পল্লী বন্ধু এরশাদ কে ভালবেসে তার আদর্শকে বুকে লালন করে যাচ্ছেন, নিজের পরিশ্রমের টাকা খরচ করে খেদমত করে যাচ্চেন এলাকার জনগনের। সাংবাদিকদের আজাদ বলেন গণতান্ত্রিক দেশে সকল ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগন। দির্ঘদিন পর ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটে জাতিয় পার্টি নির্বাচিত হয়ে সরকার গঠন কবরে বলে আমি মনে করি পূর্বধলা আসনটি বিপুল ভোটে বিজয়ী করে মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্নকে বাস্তবায়িনের মাধ্যমে দলের চেয়ারম্যান জনবন্ধু জি, এম কাদের স্যার ও মহা সচিব মজিবুল হক চুন্নুকে উপহার দিয়ে হাতকে শক্তিশালী করবে পূর্বধলার জনগন।
Check Also
নেত্রকোনার দূর্গাপুরে উপজেলা নির্বাচনে নির্বাচিত হলেন যারা
স্টাফ রিপোর্টার: দূর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতিকে …