স্টাফ রিপোর্টার: অদ্য ১৬/০২/২০২৪ খ্রি. নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশ দুর্গাপুর পৌরসভাধীন শিবগঞ্জ বাজারে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে, দুর্গাপুর থানাধীন আড়াপাড়া সাকিনে ধৃত আসামী অয়ন রংদী (২০), পিতা-আব্দুর রেজ্জাক, মাতা-রবিনা রংদী এর বসত বাড়ীর গোয়াল ঘরে পশ্চিম কোনায় প্লাস্টিকের বস্তায় উদ্ধারকৃত ভারতীয় ২৪ (চব্বিশ) বোতল ভারতীয় তৈরী মদ ও আসামীকে গ্রেফতার করা হয় । উক্ত বিষয়ে দুর্গাপুর থানায় মামলা রুজু করিয়া ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Check Also
মায়ের হাতে শিশু খুন
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৬ নং ওয়ার্ডে মা কেয়া চক্রবর্তী (৪০) তার মেয়ে কৃত্তিকা …