Breaking News

ধোবাউড়ায় মানবতাবিরোধী অপরাধে পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পলাতক আসামী মোঃ মহরম আলী (৭৬) কে মঙ্গলবার ২৫ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে ধোবাউড়া ৬ নং ঘোষগাঁও ইউনিয়নের বালিগাঁও থেকে গ্রেফতার করে ধোবাউড়া পুলিশ। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান এর নেতৃত্বে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পলাতক আসামী পশ্চিম বালিগাঁও গ্রামের মৃত আব্দুর রহমান ফকির এর ছেলেে মো: মহরম আলীকে নিজ বাড়ীর সামনে থেকে গ্রেফতার করে। আসামী দীর্ঘ ৫ বছর ঢাকাসহ বিভিন্ন অজ্ঞাত স্থানে পলাতক থাকার পর গত মঙ্গলবার রাতে গোপনে নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক আনীত অভিযোগসমূহ গুলো ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ধোবাউড়া থানাধীন বালিগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মৃত হাতেম আলীর বাড়িতে অগ্নিসংযোগসহ তাকে ও তার পরিবারকে হত্যার চেষ্টা করেন । বর্তমান ধোবাউড়া থানা পূর্বধলা নেত্রকোণা জেলার অন্তর্গত ছিলো । যা এখন ময়মনসিংহ জেলার অধীনে। আসামী এলাকার বিভিন্ন স্থান থেকে মোট ৪৫ জন সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করার পর তারাইকান্দি বধ্যভূমিতে তাদের লাশ নির্দয়ভাবে ফেলে রাখেন। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সময় তিনি ধোবাউড়া থানার অসংখ্য পরিবারের মহিলাদেরকে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন।

তার বিরুদ্ধে রুজুকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলা নং-৪/২০১৮, ধারা- আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ বর্তমানে বিচারাধীন রয়েছে।

About Sak Shadi Masum

Check Also

মুক্তিপণ দাবি চার মাস পর কঙ্কাল উদ্ধার করলো গাজীপুর থানা পুলিশ…

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে প্রতিবেশী রেক্সি বাবু রোজারিওকে (৪৩) হত্যা করেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *