ধোবাউড়া প্রতিনিধি : ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন হালুয়াঘাট টু ধোবাউড়া রোডে মটর সাইকেল অটো মুখোমুখি সংঘর্ষে একজনের পা কেটে পড়ে গেছে, অটোগাড়ীতে থাকা ৩-৪জন যাত্রী আহত হয়েছেন। আজ ২৩এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায়।
হালুয়াট গামী অটো বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল কে ধাক্কা দিলে অটোর নিচের অংশে পা লেগে মটরসাইকেল আরোহীর পা কেটে পড়ে যায়, ঘটনাস্থলে এসে ধোবাউড়া থানা পুলিশের এসআই মাহমুদুল হক, অটো এবং মটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। অটোগাঠীর ড্রাইভার অটো রেখে পালিয়ে যায়। মটর সাইকেল আরোহীর বাড়ি হালুয়াঘাট উপজেলার সূর্যপুর এলাকায় বলে স্থানীয়দের কাছ থেকে জানাযায়। অটো গাড়ি হালুয়াট উপজেলার গাড়িতে লেখা আছে চাঁদনী পরিবহন।