ধোবাউড়া প্রতিনিধি
আব্দুল মতিন মাসুদ:
ময়মনসিংহের ধোবাউড়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা জলাসয়ে মৎস্য পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে ধোবাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমীনের সভাপতিত্বে আলো হাজংয়ের সঞ্চালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মোরাদ, উপজেলা প্রকৌশলী আবুবকর সিদ্দিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাবরিনা আক্তার প্রমূখ, সংবাদ কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য জীবীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন ও মৎস্য কর্মকর্তা দৌলত উল্লা মুরাদ,
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালী করা হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৎস্য অফিসারের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়েছে।