স্টাফ রিপোর্টারঃ ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার যৌথ ৭ই সফর মহা পবিত্র ফাতেহা শরিফ জাকের পার্টি যুবফ্রন্ট কর্তৃক ধোবাউড়া উপজেলার মুন্সিরহাটে সাংগঠনিক মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মিশন সভায় ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও সংসদীয় আসনের প্রার্থীতা তালিকা প্রণয়ন ও সাংগঠনিক মিশন সভা গতকাল ৬ইজুলাই রবিবার রাতে ময়মনসিংহ জেলা যুবফ্রন্টের সহ-সভাপতি হেলাল মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়।
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের স্বাক্ষরিত পবিত্র নির্দেশে জাকের পার্টি যুব ফ্রন্টের সাংগঠনিক সফর বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ছয় জেলার দ্বিতীয় দিন ৬ আগষ্ট রবিবার বাদ এশা হইতে গভীর রাত পর্যন্ত ময়মনসিংহ পূর্ব জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা যৌথ মুন্সির হাট এলাকার হেলাল মিয়ার বাড়ীতে জাকের পার্টি যুব
ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহা পবিত্র ৭ ই সফরের মহা পবিত্র ফাতেহা শরীফ ও সাংগঠনিক সফরে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার মোনতাজ আলী ও জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ খান।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ পূর্ব জেলার সভাপতি মোঃ আবুল হোসেন।
ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার জাকের পার্টি যুবফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।