ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদঃময়মনসিংহের ধোবাউড়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদ্রাসার দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৫ জুন বিকালে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জরিপাপাড়া গ্রামের জুতি মিয়ার আট বছর বয়সী মেয়ে লাবীবা এবং একই গ্রামের ওমেদ আলীর ১২ বছর বয়সী মেয়ে মুর্শিদা আক্তার।
ঘোষগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, বজ্রপাতে নিহতরা ঘোষগাও বকুলতলা মহিলা মাদ্রাসার ছাত্রী। বিকালে ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে রহিম উদ্দিনের বাড়ির কাছে আসলে বজ্রপাত হয়। এতে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।