Breaking News

ধোবাউড়ায় ভারতীয় ১৮১ বোতল মদসহ ৩জন আটক

ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাট গামারীতলা ইউনিয়নের চকপাড়া নামক স্থান পাকা রোডের উপর থেকে ১৮১ বোতল ভারতীয় মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ। মাদকের বাজার মূল্য ৩ লক্ষ ১৯ হাজার ৫০০ শত টাকা।

পুলিশ সুত্রে জানা যায়, ১৮ এপ্রিল মঙ্গলবার সাড়ে ১০ টার দিকে ধোবাউড়া থানা পুলিশ মাদকের বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩ যুবক মাদক বহন করে কলসিন্দুর রাস্তার দিকে যাচ্ছে,এই সংবাদ পেয়ে সাথে সাথে ওসি টিপু সুলতানের দিগ নির্দেশনায় ওসি(তদন্ত) জালাল উদ্দিন, এস, আই সুমন, এ এস আই মনির, কনস্টেবল কাজল, ড্রাইভার উজ্জল, কনস্টেবল রাসেল সহ সঙ্গীয় ফোর্স চকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে সজিত(৩০) এমদাদুল (৩২) রুবেল (২৫) কে হাতেনাতে গ্রেপ্তার করে। তারা গৌরীপুর উপজেলার বাসিন্দা বলে জানা পুলিশ সুত্রে জানাযায়।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না, এধরনের অভিযান অব্যহত থাকবে।

About Sak Shadi Masum

Check Also

জামালপুরে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বিশাল জসনে জৌলুস

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় জামালপুর জেলা শহরে রোজ: সোমবার সকালে, ১২ রবিউল ১৬ ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *