আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায়
সারাদেশের ন্যায় ধোবাউড়া উপজেলায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় মে দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল
ও শ্রমিক সমাবেশের আয়োজন করে রাজমিস্ত্রী
শ্রমিক ইউনিয়ন সহ বেশ কিছু শ্রমিক সংগঠন।
সমাবেশে বক্তারা বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ৯৫ ভাগ মানুষ শ্রমিক এবং ৫ ভাগ মালিক। বেশিরভাগ মালিক শোষক এবং বেশিরভাগ শ্রমিক শোষিত। শ্রমিকের পরিবেশ নিশ্চিত করতে হবে। উপস্থিত শ্রমিকরা তাদের বক্তব্যে বিভিন্ন দাবী তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা সৌকত উছমান,সভাপতি তোতামিয়া, সহ- সভাপতি মজিবর, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সহ- সাধারন সম্পাদক রহমত আলী, সাংগঠনিক হেলাল উদ্দিন,দপ্তর সম্পাদক হেলিম, প্রচার সম্পাদক হাদি মিয়া, এ ছাড়াও উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন করেন।