Breaking News

নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে ছয়টি এয়ার রাইফেল উদ্ধার ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ শেরপুর  জেলা নালিতাবাড়ী থানাধীন সীমান্তবর্তী পূর্ব সমশ্চূড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় এয়ার রাইফেল উদ্ধার পূর্বক একজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান (বিপিএম) তিনি বলেন, গত ১০/০৪/২০২৩ তারিখ নালিতাবাড়ী থানাধীন ১নং পোড়াগাও ইউনিয়নের বিট অফিসার এসআই মোঃ আঃ ছালাম গোপন সংবাদের মাধ্যমে জানিতে পারেন যে, একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্র চোরাকারবারী দল ভারতীয় তৈরি বেশ কিছু অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার অপতৎপরতা চালাচ্ছে।

বিষয়টি নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (বিপিএম) অবহিত করিলে অবৈধ ভাবে ভারত হইতে নিয়ে আসা অস্ত্রের চালান আটক চোরাকারবারীদের গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে নির্দেশনার প্রেক্ষিতে উক্ত এলাকায় চোরাকারবারীদের কার্যক্রম সংক্রান্তে গোপনে সংবাদ সংগ্রহের জন্য নালিতাবাড়ী থানার একটি টিম কাজ করতে থাকে। এরই ধারাবাহিকতায় উক্ত ইউনিয়নের বিট অফিসার এসআই মোঃ আঃ ছালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উক্ত অবৈধ অস্ত্রের চালান চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের সীমানায় প্রবেশের বিষয়টি নিশ্চিত হইয়া গত ১৪/০৪/২০২৩ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় নালিতাবাড়ী থানাধীন পূর্ব সমশ্চূড়া সাকিনস্থ মধুটিলা ইকোপার্কের উত্তর পার্শ্বে বারোমারী টু সমশ্চূড়া গামী লালটেঙ্গুর পাহাড়ের সামনে পাকা রাস্তার উপর অবস্থান গ্রহন করে। সন্ধ্যা ৭.১৫ ঘটিকার সময় বাংলাদেশ ভারত সীমান্ত দিক হইতে একটি মোটর সাইকেল ও একটি অটো গাড়ী আসতে দেখে তাহাদেরকে থামানোর জন্য সংকেত দিলে, সংকেত না মানিয়া মোটর সাইকেল চালক কর্তব্যরত পুলিশের উপর দ্রুত গতিতে মোটর সাইকেল উঠাইয়া দিয়া আহত করিয়া মোটর সাইকেল ফেলিয়া অন্ধকারে পাহাড়ের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে, পিছনে আসা একটি অটো গাড়ীকে থামানোর জন্য সংকেত দিলে অটো গাড়ীর ড্রাইভার চলতি গাড়ী হইতে লাফ দিয়া দৌড়াইয়া পার্শ্ববর্তী পাহাড়ে অন্ধকারে পালিয়ে যায়। পরে পুলিশ দল অটো গাড়ীটি নিয়ন্ত্রনে নিয়ে অটো গাড়ীর পিছনে সিটে থাকা মাসুম বিল্লাহ @ বুলবুল (৩০), পিতা- ওয়াহাব, সাং- গিলাগাছা, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুরকে আটক করে এবং উক্ত অটো গাড়ীতে আসামীর হেফাজত থাকা চোরাচালানের মাধ্যমে ভারত হইতে আনা ৬ টি প্যাকেটের ভিতর পৃথক পৃথক ভাবে অস্ত্র সদৃশ্য ও অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সমানে জব্দ করা হয়। ধৃত আসামীকে পলাতক আসামীদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে পলাতক মোটর সাইকেল চালকের নাম ২। সাইদুল ইসলাম (৩২), পিতা- মোঃ আবু তাহের @ তাহেরুল ইসলাম @ তাহের, সাং- কালীবাড়ী বানিয়াপাড়া, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর এবং পলাতক অটো গাড়ী চালকের নাম ৩। মোঃ মনির (২৫), পিতা- মৃত শামসুল হক, সাং- গিলাগাছা, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর বলিয়া জানায়। ধৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক।

About Sak Shadi Masum

Check Also

মায়ের হাতে শিশু খুন 

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৬ নং ওয়ার্ডে মা কেয়া চক্রবর্তী (৪০) তার মেয়ে কৃত্তিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *