Breaking News

নেত্রকোণায় হত্যার চার ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩

প্রতিদিনের তথ্য.ডেস্ক: নেত্রকোণা শহরে নিউটাউন বিলপাড় এলাকায় হাত-পা বাধা অবস্থায় এক বৃদ্ধার লাশ নিজ ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে ৮ জানুয়ারি ২০২৪ইং  নেত্র‌কোণা ম‌ডেল থানা পুলিশ।নিহত ৭০ বছরের জোছনা বেগম ওই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী। জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া, এক ছেলে বরিশাল থাকেন। বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন ঐ বৃদ্ধা,  ১০ দিন আগে মিল্টন বরিশাল যান কাজে। মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়ায় তার বাবার বাড়িতে যান। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসায় একা ছিলেন।গত রাত‌ে নিহ‌তের ছে‌লে মিল্টন বার বার ফোন করলেও তার মা ফোন ধরছিলেন না। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জোছনা বেগমের ভাই ফেরদৌস দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জোছনা বেগমের হাত, পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে তদন্তে নামে জেলা পুলিশের একটি চৌকস দল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনুমানিক তিনটা নাগাদ তিনজনকে আটক করে। আটককৃতরা প্রাথমিকভাবে হত্যাকান্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। আটককৃত তিনজনের মধ্যে একজন নিহত জোসনা বেগমের নাতি (বড় ছেলে মিল্টনের ছেলে)। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার চাচার গাড়ি বিক্রির ১০ লাখ টাকা তার দাদির কাছে ছিল। সেই টাকা চুরি করে নেয়ার জন্যই সে তার দুই বন্ধু সহ বাড়িতে যায়। কিন্তু তার দাদি তাদেরকে দেখে ফেলে এবং তাকে চিনতে পারে। যার ফলে তারা এ হত্যাকাণ্ড ঘটায়। এ বিষয়ে নিহতের ছেলে নাজমুল হাসান রুজেন বাদী হয়ে মামলা দায়ের করে। আসামিদের আদালতে স্বীকারোক্তির জন্য প্রেরণ করা হয়েছে।

About Sak Shadi Masum

Check Also

ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *