স্টাফ রিপোর্টার: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন গত ২৯/১২/২৩ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় বিবাদী মোছা: সাহেরা খাতুন(৩৮) নিজ ঘরে তার পিতাকে হত্যা করে থানায় পুলিশ কে সংবাদ দেয় যে, কে বা কাহারা তার পিতাকে হত্যা করে রেখে গেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ সহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বিবাদী সাহেরা খাতুন, মামলার বাদী হাজেরা আক্তার আনেছা সহ ০৫ জনকে থানায় নিয়ে আসে। প্রথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিবাদী সাহেরা খাতুন তার পিতাকে হত্যার কথা স্বীকার করে। তার বাবা তাকে জমি লিখে না দেয়ার কারনে হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে তরকারি কাটার দা দিয়ে কুপিয়ে তার পিতাকে খুন করে। পরবর্তীতে বাদী হাজেরা আক্তার বিবাদীর পরামর্শে থানা পুলিশ ও অন্যান্য উপস্থিত লোকজনের কাছে প্রতিপক্ষ শান্ত মিয়া, আ: রহমান গংরা তার স্বামীকে হত্যা করেছে বলে প্রচার করতে থাকে। প্রতিপক্ষের লোকজনদেরকে হত্যা মামলায় ফাঁসানোর জন্য মিথ্যা সাজানো ঘটনার আশ্রয় নেয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
Check Also
ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …