স্টাফ রিপোর্টার: দূর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতিকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৈ মাছ প্রতিকে সাজ্জাদুর রহমান সাজ্জাদ ২২হাজার ১৪২ ভোট পেয়েছেন। ৯ হাজার ১২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)।
কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চেয়ারম্যান আব্দুল কুদ্দুস (বাবুল) দোয়াত কলম প্রতিকে ৩২ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকে মোস্তাফিজুর রহমান (চয়ন) ২৯ হাজার ৩৭৭ ভোট পেয়েছেন। ২ হাজার ৯৭৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুছ (বাবুল)।