Breaking News

নেত্রকোনায় বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টারঃ   নেত্রকোনায় ৭ জানুয়ারি  দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ি  হলেন যারা  নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) :
মোশতাক আহমেদ রুহী (নৌকা) ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট। ঝুমা তালুকদার (ট্রাক) ২৫ হাজার ২শ ১৯ ভোট।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
আশরাফ আলী খান খসরু (নৌকা) ১ লাখ ৫ হাজার ৩শ ৫৩ ভোট। আরিফ খান জয় (ঈগল) ৮৬ হাজার ২শ ৮৭ ভোট।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া)
ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) ৭৬ হাজার ৮শ ৩ ভোট। অসীম কুমার উকিল (নৌকা) ৭৪ হাজার ৫শ ৫০ ভোট।

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী)
সাজ্জাদুল হাসান (নৌকা) ১ লাখ ৮৮ হাজার ৮৬ ভোট। লিয়াকত আলী খান (লাঙ্গল) ৫ হাজার ৭শ ১৯ ভোট।

নেত্রকোনা-৫ (পূর্বধলা)
আহমদ হোসেন (নৌকা) ৭৯ হাজার ৬শ ৪৭ ভোট।
মাজহারুল ইসলাম সোহেল ফকির (ট্রাক) ২৭ হাজার ২শ ১৪ ভোট।

ফলাফল সূত্র : জেলা রিটার্নিং অফিসার, নেত্রকোনা।

About Sak Shadi Masum

Check Also

ধোবাউড়া উপজেলায় নির্বাচিত হলেন যারা

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়া  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন ডেভিড রানা চিসিম, আনারস প্রতিক পেয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *