স্টাফ রিপোর্টার: অদ্য ৩১/১০/২০২৩ তারিখ ১১.৩০ ঘটিকায় পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় পিবিআই, ময়মনসিংহ জেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সহধর্মিণী ডাঃ জয়া মল্লিক ও তাঁর সঙ্গে ছিলেন। জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলা অ্যাডিশনাল আইজিপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সহধর্মিণীকে ফুল দিয়ে বরণ করেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর সহধর্মিণী জনাব শাম্মী আক্তার।
অ্যাডিশনাল আইজিপি মহোদয় পিবিআই, ময়মনসিংহ জেলা ইউনিট পরিদর্শনকালে অত্র ইউনিটের সম্পূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। আসামীদের হাজতখানা পরিদর্শনকালে তিঁনি উল্লেখ করেন “অপরাধীদের হাজতখানায় রাখার সময় অবশ্যই তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি খেয়াল রাখতে হবে। পাশাপাশি হাজতখানা ও হাজতখানার ব্যবহৃত সামগ্রী সব সময় পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। হাজতখানায় রাখা অপরাধীদের খাবারের প্রতিও খেয়াল রাখতে হবে। স্থাপনা পরিদর্শন শেষে তিঁনি সকল স্তরের অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ ও তদন্তাধীন মামলা নিয়ে আলোচনা করেন। অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিবিআই ময়মনসিংহ জেলার ইউনিট ইনচার্জ জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলা।
অ্যাডিশনাল আইজিপি মহোদয় উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় আলোকপাত করেন। এরমধ্যে মামলার নির্ভুল তদন্ত, ফোর্সের শৃঙ্খলা, কল্যাণসহ নানাবিধ বিষয় অন্তর্ভূক্ত ছিল। তিঁনি উল্লেখ করেন “পিবিআই গঠন হয়েছিল মামালার সঠিক ও নির্ভুল তদন্ত করার উদ্দেশ্যে। পিবিআই সারা দেশে সম্পূর্ণ চাপমুক্ত থেকে সঠিক তদন্ত করে আসছে। একারণে সকল স্তরের মানুষের মনে জায়গা করে নিয়েছে পিবিআই। ”তিনি পিবিআইকে এই আস্থা ধরে রাখার জন্য নির্দেশ দেন। তিনি আরো বলেন “নিরপরাধ কেউ যেন হয়রানির স্বীকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
তিঁনি অফিসে আগত দর্শনার্থী, নারী ও শিশু এবং ভিকটিমদের প্রতি আন্তরিক ও সহানুভুতিশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন। মামলা তদন্তে সততা, নিষ্ঠা, মামলার সঠিক রহস্য উদ্ঘাটন পূর্বক মামলার গুনগত মান ধরে রাখা এবং সঠিক ও নির্ভুল তদন্ত-রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরুত্বারোপ করেন এবং তদন্তে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন। মতবিনিময় সভা শেষে তিঁনি পিবিআই, ময়মনসিংহ জেলার অফিস ভবন, ব্যারাক ভবন এবং হাজতখানা পরিদর্শন করেন। এছাড়াও তিনি অফিসের গুরুত্বপূর্ণ রেজিষ্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং রেজিষ্ট্রার ও রেকর্ড রক্ষণাবেক্ষণে সর্বদা আন্তরিক থাকার নির্দেশ দেন।
অ্যাডিশনাল আইজিপি মহোদয় পিবিআই, ময়মনসিংহ জেলা পরিদর্শনের পূর্বে পুলিশ অফিসার্স মেস-১, ময়মনসিংহে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব শাহ আবিদ হোসেন, বিপিএম(বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ; জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন), ময়মনসিংহ রেঞ্জ; জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা।