স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার পূর্বধলায় নিজ যুবতী মেয়েকে হত্যাকারী সেই ঘাতক মা জোসনা বেগম (৪৭) কে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। গত সোমবার (৫ মে ) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জোসনা বেগম উপজেলার বৈরাটি ইউনিয়নের দরুণ বৈরাটি গ্রামের মৃত এমএল মিয়ার স্ত্রী।
জানাযায়, গত ২০২২ সালের ২২ আগস্ট রাতে উপজেলার দরুণ বৈরাটি গ্রামের মৃত এমএল মিয়ার মেয়ে সুমী কাউছার (১৮) প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তাদের বাড়ির পাশে টয়লেটে যায়। টয়লেট শেষে হঠাৎ মেয়ে চিৎকার দিলে মা জোসনা বেগম দৌঁড়ে গিয়ে তার মেয়েকে ঘরে নিয়ে আসার পর মেয়ে মারা যায়। এমন খবর এলাকায় ছড়িয়ে দেন জোসনা বেগম।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে জোসনা বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। এদিকে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনার প্রায় ৭/৮মাস পর ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। উক্ত রিপোর্টের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-০২ তারিখ: ০১-০১-২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০।
মামলা দায়েরের পর বিভিন্ন কৌশল ব্যবহার করেও ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হচ্ছিল না। অবশেষে গত ৫মে রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের মা জোসনা বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, আজ মঙ্গলবার সকালে জোসনা বেগমকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। সেখানে তিনি মেয়েকে হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের নিকট ফৌ: কা: বি: ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।