মোঃ আল আমিন শেখঃ
২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া একঝাক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পূর্বধলার একমাত্র নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ” বিজয় কোচিং সেন্টার “।
বুধবার (০৮ মে) উপজেলার কলেজ রোডে অবস্থিত “দ্যা হলি কোরআন ক্যাডেট মাদরাসা”র হল রুমে এই আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক “মোঃ আল আমিন শেখ” এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
দ্যা হলি কোরআন ক্যাডেট মাদরাসার নূরানী মিক্ষক, কারী_মাও আবুল বাশার এর কোরআন তেলাওয়াত’র মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়-
নেত্রকোনার পূর্বধলায় একমাত্র প্রাইভেট কোচিং সেন্টার বিজয় থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একঝাক মেধাবী শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (৮মে) বিকাল ৪ ঘটিকায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা মো: আল-আমিন শেখ এর সভাপতিত্বে সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ কামাল, প্রেসক্লাব পূর্বধলা সভাপতি এস এম ওয়াদুদ, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, রাগিব মুজিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খোকন মিয়া, প্রেসক্লাব পূর্বধলার প্রচার সম্পাদক মোঃ শাহীন খন্দকার, দ্যা হলি কোরআন ক্যাডেট মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান কারী মাওঃ আবুল বাশার, দ্যা হলি কোরআন ক্যাডেট মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ করিমুল্লাহ বিএসসি, দ্যা হলি কোরআন ক্যাডেট মাদরাসার কোরআন শিক্ষক – মাওঃ আমিরুল ইসলাম, এছাড়া বিজয় কোচিং সেন্টার এর সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শুধু বিশ্ববিদ্যালয় পড়াশোনা নয়, পাশাপাশি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তারা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মেডিক্যাল কলেজে চান্স প্রাপ্ত ০৮জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। চান্স প্রাপ্তরা হলেন ইয়াফ সরকার জিহান (রাজশাহী বিশ্ববিদ্যালয়), জান্নাত আরা মিশু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), স্বাধীন আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়) ফারহানা সাদিয়া ফারিয়া (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ফাহিম তালুকদার (নেত্রকোনা মেডিকেল কলেজ) , মোহাম্মদ রাতুল হাসান (নেত্রকোনা মেডিকেল কলেজ), আব্দুল্লাহ আল সিয়াম (ঢাকা বিশ্ববিদ্যালয়), সামিয়া (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।