স্টাফ রিপোর্টার: গত ১০/০৩/২০২৩ ইং একজন কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে পূর্বধলা থানার মামলা নং-১১, তারিখ-১০/০৩/২০২৪খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলার রুজুর পর গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ঘটনায় জড়িত আসামী সনাক্ত পূর্বক মোঃ এনামুল হক (২২), পিতা-মৃত মঞ্জুল হক, সাং-খলিশাপুর (বনপাড়া মালবাড়ী), ইউপি-খলিশাউড়, থানা- পূর্বধলা, জেলা-নেত্রকোণা’কে জনাব মোঃ রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ, পূর্বধলা থানা, নেত্রকোণা সাহেবের নেতৃত্বে পূর্বধলা থানা পুলিশের একটি চৌকস টিমের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া পূর্বধলা থানাধীন খলিশাপুর এলাকায় আসামীর বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীর সাথে ভিকটিমের পূর্বে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় ভিকটিম ইরাক প্রবাসী জনৈক শরিফুল এর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক তৈরী করিয়া পারিবারিকভাবে বিবাহের কথা বার্তা হয়। ভিকটিমের বিবাহের কথাবার্তা চূড়ান্ত হওয়ায় ধৃত আসামী মোঃ এনামুল হক উক্ত সংবাদ মেনে নিতে না পারিয়া সুযোগ সন্ধানে থাকে। অতঃপর ঘটনার দিন ইং-১০/০৩/২০২৪খ্রিঃ তারিখ সময় রাত অনুমান ১২.৩০ ঘটিকার পর আসামী ভিকটিম কে বাড়ী থেকে মোবাইল ফোনের মাধ্যমে কল দিয়া ঘর থেকে বাহির করিয়া কৌশলে পার্শ্ববর্তী অনুমান ২০০ মিটার দূরবর্তী রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পূর্ব কোনায় ডেকে নিয়ে বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করে। একপর্যায়ে আসামী ভিকটিমের গায়ে থাকা ওড়না গলায় পেচাইয়া শ্বাসরোধ করিয়া হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ টানিয়া নিয়া আসিয়া ভিকটিমের নানা মোঃ আবুল কাশেম এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘরের সামনের খোলা বারান্দার বাঁশের ধরনার সাথে ওড়না দ্বারা মৃত দেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
