স্টাফ রিপোর্টারঃ আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রেসক্লাব পূর্বধলার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ পারভেজকে সংবর্ধনা প্রদান করেন প্রেসক্লাব পূর্বধলার সাংবাদিকদ বৃন্দ। জানা যায় তিনি গত বৃহস্পতিবার ২০ জুলাই নেত্রকোনা জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন, আরো জানাযায় ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এরপর বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক ও সবশেষ স্থানীয় সরকার বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন,
নব যোগদানকারি নেএকোনা জেলা প্রশাসক বলেন, আমি যত দিন দায়িত্বে থাকব, জেলার উন্নয়ন ও জেলাবাসীর কল্যাণে কাজ করতে চেষ্টা করব। এই কাজে আপনারা আমাকে সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পূর্বধলার সভাপতি এস এম ওয়াদুদ, সহ- সভাপতি শেখ সাদী মাছুম, সহ -সভাপতি মোঃ খোকন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন শেখ, সংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম চন্দন, অর্থ সম্পাদক মোঃ বাবুল মিয়া, প্রচার সম্পাদক মোঃ শাহিন খন্দকার, সম্মানিত সদস্য মোঃ খোরশেদ আলম, তানভীর আহমেদ স্বাধীন।