Breaking News

প্রায় ৫ কিলোমিটার সড়কের উদ্ভোধন করলেন মসিক মেয়র

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ শুক্রবার বেলা ১১ টায় এ সড়কসমূহের নামফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন মেয়র। সড়কসমূহের নির্মাণব্যয় প্রায় ৮ কোটি টাকা।

উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- সুতিয়াখালী উমেদ আলী রোড থেকে ফকিরবাড়ি হয়ে গুচ্ছ গ্রাম পর্যন্ত বিসি/আরসিসি রোড, ওমেদ আলী রোড সুনি সরকারের বাড়ি হতে ফকির পাড়া হয়ে ওমেদ আলী রোড পর্যন্ত বিসি রোড এবং সুতিয়াখালী ফকিরবাড়ি রোড হতে ছালাকান্দি নাসির মোড়লের বাড়ি পর্যন্ত বিসি রোড।

উদ্বোধনকালে মাননীয় মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে সমগ্র ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ব্যপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। শুধু শহর এলাকা নয় প্রান্তিক এলাকাতে আমরা উন্নত সড়ক, ড্রেন, সড়কবাতি ইত্যাদি পৌঁছে দিয়েছি। টেকসই উন্নয়ন এবং উন্নত নাগরিক সেবাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, যে কোন উন্নয়নকাজ জনগণের সহযোগিতা ছাড়া সফল হয়ে উঠে না। তাই নিজের এলাকার উন্নয়নের স্বার্থে এ কাজে সহযোগিতা করুন। কেউ যদি উন্নয়নে বাধা দেয় তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনকালে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহনাজ বেগম, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

About Sak Shadi Masum

Check Also

মতিঝিল থানা পুলিশের অভিযানে ছিনতাই, ডাকাতি মামলার আসামী গ্রেফতার

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক : ছিনতাই, ডাকাতিসহ চার মামলার আসামি সিয়ামসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *