নেপাল ধরঃ ময়মনসিংহের ফুলপুরে উপজেলা বওলা ইউনিয়নের সুতিয়াপাড়া ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) নির্দেশে ফুলপুর উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, জুয়া, চুরি, ছিনতাই ডাকাতি ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বওলা ইউনিয়নের সুতিয়াপাড়া মোজাম্মেলের রাইছ মিলের সামনে ডাকাতির প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তারাকান্দা উপজেলার চরকৃষ্ণপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র মো.মামুন মিয়া (২০),পলাশকান্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো.আসিফ (২২) শহিদ মিয়ার ছেলে হুমায়ুন (২৫) রশিদ মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫) ও ঢাকুয়া ইউনিয়নের আবুল কাশেম মৃধার ছেলে শাহীন মিয়া (৪০) গ্রেফতারকৃতদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত মিশুক,রামদা,চাকু,সাদা লাইলনের রশি জব্দ করা হয়। এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াধীন চলছে।
