নেপাল ধরঃ ময়মনসিংহ ভালুকায় অদ্য ১৮ অক্টোবর ২০২৩ তারিখ রাত ০২.৩৫ ঘটিকার সময় ভালুকা থানাধীন মেহেরাবাড়ী সাকিনস্থ জিনজিরা মাজারের অনুমান ১০০ গজ দক্ষিন পাশে ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা কালে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এর নেতৃত্বে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন মোঃ মাজহারুল ইসলাম (৪৫), পিতা-মোঃ আশরাফ আলী @ আশু, স্থায়ী: গ্রাম- মেদুয়ারী, থানা- ভালুকা, জেলা-ময়মনসিংহ,যার বিরুদ্ধে চুরি,মাদক,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আফজাল মিয়া (২৯), পিতা-মফিজুল ইসলাম, স্থায়ী: গ্রাম- গুজিয়াম, ০১নং ওয়ার্ড, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ, যার বিরুদ্ধে চুরি,মাদক,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। রিফাত মিয়া সরদার (২৫), পিতা-আকবর সরদার, স্থায়ী: গ্রাম- মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ, যার বিরুদ্ধে চুরি,মাদক,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। নাজমুল হক(২৮), পিতা-মৃত মকবুল হোসেন @ মকবুল ঘটক, স্থায়ী: গ্রাম- সানকি ভাঙ্গা, থানা- ত্রিশাল, জেলা – ময়মনসিংহ যার বিরুদ্ধে চুরি,মাদক,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। মোঃ রিয়াদ মিয়া (৪৫), পিতা-মৃত শাহাব উদ্দিন, স্থায়ী: গ্রাম- মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ,যার বিরুদ্ধে চুরি,মাদক,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। রুবেল মিয়া(২৫), পিতা-মৃত ইদ্রিস আলী, স্থায়ী: গ্রাম- মেদুয়ারী, থানা- ভালুকা, জেলা -ময়মনসিংহ, যার বিরুদ্ধে ,মাদক নিয়ন্ত্রণ আইনে রুদ্রকৃত ০১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। মোঃ শামীম (২৫), পিতা-মোঃ কিতাব আলী @ কেদু মিয়া, স্থায়ী: গ্রাম- চুরালী, থানা- গৌরীপুর, জেলা -ময়মনসিংহ, যার বিরুদ্ধে ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সোলাইমান (২৮), পিতা-আঃ আউয়াল, স্থায়ী: গ্রাম- মুলাইদ মধ্যপাড়া, থানা- শ্রীপুর, জেলা -গাজীপুর, মোঃ শামীম(৩৪), পিতা-অছিল উদ্দিন, স্থায়ী: গ্রাম-দেওলী, থানা- বারহাট্টা, জেলা নেত্রকোনা। গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ঘটনাস্থল হইতে ১টি নীল রংয়ের রেজিঃ বিহীন পিক-আপ গাড়ী, ১টি লোহার তৈরী রাম দা, ১টি স্টিলের চাপাতি, ১টি কাঠের বাট যুক্ত লোহার তৈরী ছুরি/ছোরা, ১টি কাটার, প্লাষ্টিকের রশি ৩ টুকরা, ৩টি লোহার রড, যাহার প্রতিটি ৩ ফুট লম্বা, ২টি সাদা কসটেপ বভিন উদ্ধার করেন। উল্লিখিত ডাকাতগণ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
উক্ত ঘটনায় ভালুকা মডেল থানার মামলা নং-২৫, তারিখ-১৮/১০/২০২৩ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; রুজু করার পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …