স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন দুটি জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। ফলে এ দুটি আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে প্রত্যাহার করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগির ফলে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের পরিবর্তে এখন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি আব্দুস সালামের পরিবর্তে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক এমপি ফখরুল ইমাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।