প্রতিদিনের তথ্য.ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আলালপুর নামক স্থানে বাস ও সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ সিএনজিতে থাকা ৭ জন ঘটনাস্থলে নিহত।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১.৩০ ঘটিকার সময় ফুলপুর হতে ময়মনসিংহগামী সিএনজির সাথে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুর গামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ফুলপুরের চর আশাবট গ্রামের করিম মাস্টারের ছেলে বাবলু মিয়া(৩৫),বাবলু মিয়া স্ত্রী(৩০)ও শিশু সন্তান(৫) রয়েছে।তাহারা ময়মনসিংহের চর খরিচা এক আত্মীয়ের জানাযায় অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছিল।
সি এন জি’র বেপরোয়া গতির কারণেই এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।