নেপাল ধরঃ ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএমসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণে অন্তত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিলস ভাবে কাজ করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক নান্দাইল থানার বেলালাবাদ (কানারামপুর পূর্ব বাজার) এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আন্তজেলা কুখ্যাত দুজন মাদক ব্যবসায়ী কে আটক করে, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার সহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর জোরালো তৎপরতা অব্যাহত আছে। এর ওই ধারাবাহিকতায় দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি পর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ কাউসারুল হাসান রনি এর নেতৃত্বে (১৫ মে মঙ্গলবার ২০২৩) নান্দাইল থানার বেলালাবাদ দত্তপুর (কানারামপুর পূর্ব বাজার) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আন্তজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ওরফে (শফিক ৪৪) পিতাঃ মৃত নুরুল ইসলাম, মাতাঃ মোছাঃ হালিমা বেগম, সাং-নারায়ণপুর থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ এবং মোঃ রফিক মিয়া (৩৫) পিতা-মৃত ছাত্তার মিয়া, মাতা-মৃত হাজেরা বেগম, স্হায়ী মুন্সিরচর মোল্লাপাড়া, থানা শেরপুর সদর, জেলা শেরপুর, বর্তমান ঠিকানা-উচাখিলা মগাপাড়া গাড়িয়ালাড়ী, থানা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহদ্বয়কে সর্বমোট ৫,০০০ ( হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা সংগ্রহ করে পাইকারি ভাবে বিক্রয় করে আসছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে, যেগুলো বিশ্লেষণ করে এই নেটওয়ার্কের অন্যদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছেন। বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
Check Also
মুক্তিপণ দাবি চার মাস পর কঙ্কাল উদ্ধার করলো গাজীপুর থানা পুলিশ…
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে প্রতিবেশী রেক্সি বাবু রোজারিওকে (৪৩) হত্যা করেন …