স্টাফ রিপোর্টারঃ
মাদক ও সন্ত্রাস,চুরি ও ছিনতাই,ইভটিজিং র সাথে পুলিশের কোন আপোষ নয় । মাদক একটি ভয়ানক সামাজিক ব্যাধি। যা সুন্দর একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তাই মাদক নির্মূলে কোতোয়ালি মডেল থানা পুলিশ জোড়ালো ভূমিকা পালন করছে। পাশাপাশি এসব এলাকায় যে কোন প্রকার সন্ত্রাসী,চাঁদাবাজ,কিশোর গ্যাং এর অত্যাচার সহ যে কোন অপরাধ কর্মকান্ডের সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে । মাদক ও সন্ত্রাসের সাথে কোতোয়ালি মডেল থানার পুলিশের পক্ষ হতে কোন প্রকাশ আপোষ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলাসূমহ যথাযথভাবে তদন্ত করা হবে।
শনিবার (২০শে মে) বিকেলে উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহ কামাল আকন্দ এসব কথা বলেন। এসময় চরনিলক্ষিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন।
এর আগে ওসি শাহ কামাল আকন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি সদস্য শফি আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এ সময় এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।