Breaking News

মামলা রুজুর ২ ঘন্টা মধ্যে চোরাই গরু সহ গ্রেফতার১

নেপাল ধরঃ ময়মনসিংহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান শুক্রবার ২৫ আগস্ট জনৈক রাজু মিয়া (২১) সাং-কাঠালিয়া, থানা- মুক্তাগাছা, থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন যে, দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় মুক্তাগাছা থানাধীন কাঠালিয়া সাকিনস্থ জোলই ব্রীজের পশ্চিম পাশে গাছের বাগানের ভিতর ১টি ষাঁড় গরু যাহার মূল্য অনুমান ৭৫,০০০/-টাকা গাছের সাথে বেধে ঘাস খাওয়ার জন্য রেখে চলে যায়। একই তারিখ দুপুর ১:৩০ ঘটিকার সময় বাগানে এসে দেখেন যে, উক্ত গরুটি যথাস্থানে নেই এবং গরুটি অজ্ঞাত নামা চোর বা চোরেরা চুরি করছে মর্মে বুঝতে পারে তাৎক্ষনিক আশে পাশে খোজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে মুক্তাগাছা থানার মামলা নং-২৮(৮)২৩ রুজু করতঃ ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম ফকির, সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে তাৎক্ষনিক আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানাধীন রসুলপুর প্রত্যয় ফিলিং স্টেশনের নিকট হইতে বাদীর চোরাই যাওয়া গরুটি উদ্ধার সহ ১ জন চোরকে গ্রেফতার করা হয়। চোরাই গরু সহ চোর গ্রেফতার হওয়ায় বাদী সহ এলাকার লোকজন মুক্তাগাছা থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

About Sak Shadi Masum

Check Also

মুক্তিপণ দাবি চার মাস পর কঙ্কাল উদ্ধার করলো গাজীপুর থানা পুলিশ…

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে প্রতিবেশী রেক্সি বাবু রোজারিওকে (৪৩) হত্যা করেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *