স্টাফ রিপোর্টার: “মানুষ মানুষের জন্য” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এগিয়ে আসছেন বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। সম্প্রীতি একটি এতিমখানায় এতিম ছাত্রদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করলেন তিনি।
জানা গেছে, আজ শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩) তারিখ সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের বাগের কান্দা রওযাতুল কুরআন এতিমখানা এন্ড একাডেমিক শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলের রওযাতুল কুরআন এতিমখানা এন্ড একাডেমিক শাখার সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
এ সময় উক্ত রওযাতুল কুরআন এতিমখানা এন্ড একাডেমিক শাখার শিক্ষকগণ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রায় দেড় শতাধিক এতিম শিশুরা উপস্থিত থেকে দোয়া ও ইফতার করেন।
এ বিষয়ে বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বলেন, আজ আমি আত্মতৃপ্তি পেয়েছি। এতিমখানার শিশুদের নিয়ে ইফতার করতে। এ ভাবে প্রতিদিন দোয়া ও ইফতারে উপস্থিত হতে পারলে নিজে ধন্য মনে করবো। আশা করি মহান আল্লাহ তায়ালার দয়া ও করুণায় সামনে এরকম আরো ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।