স্টাফ রিপোর্টারঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ ও সাবলীল করার লক্ষ্যে যানযট নিরসনে মাঠে নেমেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর নেতৃত্বে ময়মনসিংহ জেলা পুলিশ।
জানা গেছে, আজ রবিবার (২৫ জুন ২০২৩) তারিখ তিনি ময়মনসিংহ সদর থানাধীন পাটগুদাম, শম্ভুগঞ্জ, চরপাড়া ও দিঘারকান্দা বাইপাস, ত্রিশাল বাজার ও চেলেরঘাটসহ শহরের বিভিন্ন এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানাধীন সীডস্টোর ও মাস্টারবাড়ি এলাকা সশরীরে সরজমিনে পরিদর্শন করেন এবং যানজটমুক্ত সড়ক ও মহাসড়ক ব্যবস্থাপনা সম্পর্কে পুলিশের কর্মকর্তাদের বিভিন্ন বাস্তবমুখী ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় আন্ত:জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুবুর রহমান,
এবং কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দসহ ভালুকা থানার অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা
বৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী ঈদ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার বিভিন্ন দিক বিশ্লেষণ ও পর্যালোচনাসাপেক্ষে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সর্বসাধারণের ঈদযাত্রাকে নিরাপদ ও যানজটমুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সকলের একান্ত সসহযোগিতা কামনা করেন পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা ।