নেপাল ধরঃ ময়মনসিংহ সদর উপজেলা জেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নের উজান ঘাগড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান বিশালের বিরুদ্ধে
অর্ধ ডজন মামলা থাকার পরেও গত ৩ ফেব্রুয়ারী
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এর পরোক্ষ নির্দেশে পরিদর্শক মো. কবিরুল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নের উজান ঘাগড়া গ্রামে মেহেদী হাসান বিশালের বাড়িতে অভিযান চালালে এসময় আসামি বিশাল পালিয়ে গেলেও স্হানীয় জনগনের সমূখে মাদক ব্যবসায়ী বিশালের বসবাসরত ঘরে তল্লাশি চালিয়ে একটি সিনথেটিক ব্যাগের ভেতর খবরের কাগজ দিয়ে মোড়ানো বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন ৪০ পিস প্রতি এ্যাম্পুলে ০২ মিলি লিটার করে ৮০ মিলি লিটার মাদক জব্দ করে। এছাড়াও একই বসত ঘর থেকে একটি ব্যাগের ভিতরে লোকানো
ডায়াজিপামযুক্ত ইজিয়াম ইনজেকশন ৪০ পিস প্রতি এ্যাম্পুলে ০২ মিলি লিটার করে মোট ৮০ মিলি লিটার মাদক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য
১২ হাজার টাকা এমনটাই জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ কবিরুল হাসান। এসময় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮ এর ৩৬/১ এর সারণীয় (১৪)ও ৩৩ এর ক ধারা মোতাবেক একটি মোকদ্দমা দায়ের করা হয়েছে।
আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরো জানা যায় কুখ্যাত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানাগেছে।
