Breaking News

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মামলা-জরিমানা

 

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে টায়ার দোকান মালিককে এডিস মশার লার্ভা পাওয়ার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১২ই জুলাই বুধবার দুপুরে পরিচালিত অভিযানে মৃত্যুঞ্জয় স্কুল রোড ও জেসিগুহ রোডের দুই নির্মাণাধীন ভবন এবং রেলির মোড় এলাকার এক টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন ও দোকান মালিকদের সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে মশক নিধনে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি কার্যক্রমকে জোর দেওয়া হয়েছে। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের প্রচারের পাশাপাশি স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

About Sak Shadi Masum

Check Also

পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪

নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *