Breaking News

ময়মনসিংহে ডিবি র অভিযানে জামায়াত নেতাসহ গ্রেফতার-৪

স্টাফ  রিপোর্টারঃ

ময়মনসিংহে ডিবি’ পুলিশের অভিযানে জামায়েতে ইসলাম নেতাসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ।

অপরাধ বিরোধী গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাকৃতরা হলেন ধোবাউড়া উপজেলার জামায়েত ইসলামের সাধারন সম্পাদক ঘুঘুটিয়ারপার গ্রামের মৃত হাজী মফিজ উদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৬০),
চরকালীবাড়ীর শিউলী রেখা ঝর্ণা (২৮), সুমী আক্তার (৩০ ইকবাল হোসেন ( ৪২)। ডিবি পুলিশ জানিয়েছে – গ্রেফতারকৃত মোতাহারকে বিশেষ ক্ষমতা আইনের পেনাল কোড মূলে গ্রেফতার করা হয়েছে ।

একইদিন ময়মনসিংহ শহরের কালিবাড়ী এলাকা থেকে অপহরনকারী বায়োজিদকে অপহরনের পর মুক্তিপণ দাবীকারী চরপাড়া মৃত আঃ রউফ মিয়ার মেয়ে মোছা: শিউলী রেখা ঝর্ণা (২৮) ও শহরের কাঠগোলা বর্তমান চরকালীবাড়ীর মৃত আমজাদ আলীর মেয়ে মোছা: সুমী আক্তার (৩০) সহ অপহরনকৃত বায়োজিদকে উদ্ধার করে ।

অপর এক অভিযানে ভালুকা থানার উথুরা বাজার থেকে সুলতান বাদশার ছেলে ইকবাল হোসেন ( ৪২) কে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ । উভয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন জানান- জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক জেলাকে মাদক নির্মুলসহ অপরাধ মুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখছে। তিনি জানান-এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের গ্রেফতারে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন ডিবি ওসি ফারুক হোসেন।

About Sak Shadi Masum

Check Also

ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *