Breaking News

ময়মনসিংহে পুলিশের অভিযানে ১৪ লাখ টাকার রডসহ ২চোর গ্রেফতার

নেপাল ধরঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চোরাই এমএস রড ১৪ মেঃ টন (চৌদ্দ হাজার কেজি) ও একটি ট্রাকসহ আন্তজেলা চোর সিন্ডিকেটের ২ জনকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ, (পিপিএম বার) জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) এর নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও অপরাধীদের গ্রেফতার সহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে গত ২০মে ২০২৩ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামান ও এস আই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম মীরকান্দার আম্বিকাগঞ্জ বাজার মোড় শম্ভুগঞ্জ টু পরানগঞ্জ গামী থেকে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো বগুড়ার মোঃ আতিকুল ও মোঃ ইমরান, চোর চক্রের সিন্ডিকেটের হেফাজত থেকে এমএস রড ১৪ মেঃ টন (যার মধ্যে ১২ মি.মি ৬৯ বান্ডিল, ওজন ৫,০০০ (পাঁচ হাজার) কেজি, ১৬ মি.মি ৬৯ বান্ডিল/২ পিস, ওজন ৫,০০০ (পাঁচ হাজার) কেজি, ২০ মি.মি ৬৫ বান্ডিল, ওজন ৪,০০০ (চার হাজার) কেজি,) যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা এবং উল্লেখিত রড বহনকারী একটি ট্রাক, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ট-২০-৭৫৪৭, একটি ৫ টন ট্রাক, যাহার সামনের অংশে হলুদ রংয়ের মধ্যে কালো কালি দিয়া ইংরেজীতে ASHOK LEYLAND, MODEL NO-1616, চেসিস নং- MB1A3HFC8HRYT9695, ইঞ্জিন নং- HETZ114585, TYRE SIZ-1000 R 20 উদ্ধার করা হয়। উল্লেখিত চোরদের বরাত দিয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ, আরো বলেন, তারা চট্টগ্রাম নাসিরাবাদ শিল্প এলাকা হইতে উল্লেখিত মালামাল নিয়া গাইবান্ধা সদর তালুকদার স্টীলের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তারা একই কায়দায় বিভিন্ন কোম্পানী হইতে মালামাল বহন করে কৌশলে চুরি করে অন্যত্র বিক্রয় করে আসছে। নিশ্চিত করেন।

About Sak Shadi Masum

Check Also

মায়ের হাতে শিশু খুন 

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৬ নং ওয়ার্ডে মা কেয়া চক্রবর্তী (৪০) তার মেয়ে কৃত্তিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *