এস এম হোসেন আলী:
পশু কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ বিষয়ে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয় এবং বর্জ্য ১২ ঘন্টার মধ্যে অপসারন করা হবে বলেও জানিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
২২ জুন ২০২৩ ইং বৃহস্পতিবার বিকেলে মসিকের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বর্জ্য অপসারণ বিষয়ক আলোচনা সভায় এ ঘোষণা দেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
তিনি জানান, সিটি কর্পোরেশন এলাকার আওতাধীন ৪৬৫ টি স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারনে মসিকের ৬০০ পরিচ্ছন্নতাকর্মী, একটি এসকাভেটর, দুটি লোডার, সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহের সব গাড়ি এবং জীবাণুনাশক পানি ছিটানোর জন্য ৬ টি গাড়ি এই কাজে ব্যবহৃত হবে।তার পাশাপাশি কোরবানির বর্জ্য অপসারনে ব্লিচিং পাউডার ও ফিনাইল সরবরাহ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মসিকের সচিব মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম প্রমুখ।