Breaking News

ময়মনসিংহে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত ২০২৩

স্টাফ রিপোর্টার:  ৩১ মে ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’- প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস মহোদয়। জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঁঞা, পিপিএম মহোদয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সমাজের সর্বস্তরের জনগণের সম্যক অংশগ্রহণ ও নতুন প্রজন্মকে বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত করার জন্য অভিভাবকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মহছিনা খাতুন ও বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা জনাব নাছিমা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মানিত প্রধান অতিথি মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর ময়মনসিংহের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় যেখানে তারা নিজেদের বিজ্ঞানমনস্ক চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প উপস্থাপন করে। অতিথিবৃন্দ এসব উপস্থাপনকে সাধুবাদ জানান ও প্রশংসা করেন।
বিজ্ঞান সপ্তাহের সফল উদযাপন জেলার বিভিন্ন পর্যায়ের শিশু-কিশোর ও জনসাধারণের মাঝে নতুন উদ্যমে বিজ্ঞান চিন্তার উন্মেষ ঘটাবে বলে আমরা আশাবাদী। পরিশেষে বিজ্ঞান সপ্তাহের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

About Sak Shadi Masum

Check Also

জামালপুরে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বিশাল জসনে জৌলুস

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় জামালপুর জেলা শহরে রোজ: সোমবার সকালে, ১২ রবিউল ১৬ ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *