স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১৬ জন আসামীদ্বকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আলী আকবর, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী থানাধীন অষ্টধার কুঠুরাকান্দা এলাকা হতে নিয়মিত মামলায় আসামী ১। মোঃ হামিদুল ইসলাম(৩২), পিতা-কদম আলী, সাং-অষ্টধার কুঠুরাকান্দা পূর্বপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মাসুম রানা, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী ১। মোঃ হাবিবুর রহমান (৩২), পিতা-মৃতঃ মোহাম্মদ আলী, ২। মোঃ রিপন মিয়া (২৭), পিতা-মৃতঃ আলী হোসেন, ৩। মোঃ সুমন মিয়া(২১), পিতা-মোঃ আবু তালেব, সর্ব সাং- কলিশাজান, ৪। মোঃ বাশার (৩৫), পিতা-মোঃ আঃ সালাম, সাং-সাদিপুর, সর্ব থানা-তারাকান্দা, ৫। মোঃ আবুল কাশেম (৪২), পিতামৃতঃ আবু সাঈদ, সাং-সুতিয়াখালী, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ)শুভ্র সাহা ০১টি সিআর সাজা, এসআই(নিঃ)রুবেল মিয়া ০১টি সিআর, এসআই(নিঃ)ফারুক আহমেদ ০১টি সিআর সাজা, এসআই(নিঃ)মতিউর রহমান ০১টি সিআর, এসআই(নিঃ)অসীম কুমার দাস ০১টি জিআর, এএসআই (নিঃ)হুমায়ুন কবির ০১টি সিআর, এএসআই(নিঃ)হুমায়ুন কবির-২ ০১টি সিআর, এএসআই(নিঃ)ছামিউল হক ০১টি সিআর, এএসআই(নিঃ)ইকবাল হোসেন ০১টি সিআর, এএসআই(নিঃ)ছামিউল হক ০১টি জিআর, সকলে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সর্বমোট সিআর সাজা ০২টি, সিআর ০৬টি এবং জিআর ০২টি সর্বমোট ১০টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১। মঞ্জু রানী দাস (), পিতা-/স্বামী: সন্তোষ সূত্রধর, স্থায়ী: গ্রাম- কালীবাড়ী রোড (৩১/১, কালীবাড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ শহীদ মিয়া (), পিতা-আঃ ছালাম, স্থায়ী: গ্রাম- পুরোহিত পাড়া (বাসা নং-৫২, ময়মনসিংহ পৌরসভা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০৬ জন।
১। মোঃ আঃ হক (), পিতা-আঃ মান্নান ফকির, স্থায়ী: (সাং-শম্ভুগঞ্জ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ আবু রায়হান (), পিতা-মৃত আবুল হক, স্থায়ী: গ্রাম- উজান বাড়ের, পোঃ দাপুনিয়া , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ আরিফ (), পিতা-সুরুজ মিয়া, স্থায়ী: সাং-১৯৬ গোহাইলকান্দি জামতলা মোড় , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। মোঃ রফিক মিয়া (), পিতা-মোঃ আঃ জব্বার, স্থায়ী: গ্রাম- ঘাগড়া (উজান ঘাগড়া, রেলতলী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৫। মোঃ শহিদুল ইসলাম (), পিতা-মোঃ আব্দুল ছালাম, স্থায়ী: (সাং-পৌর সুপার মার্কেট) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৬। মোঃ শহিদুল ইসলাম (), পিতা-মোঃ আব্দুছ ছালাম, স্থায়ী: (সাং-পৌর সুপার মার্কেট) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১। মোঃ সেলিম (৩৯), পিতা-রাজ্জাক, স্থায়ী : গ্রাম- ধোপাখোলা , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ রফিকুল ইসলাম(), পিতা-মোঃ আঃ জব্বার , ঠিকানা: স্থায়ী: (সাং-উজান ঘাগড়া (দাপুনিয়া)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।