স্টাফ রিপোর্টারঃ শনিবার (১৫ জুলাই ২০২৩) তারিখ সকাল ১১.১০ ঘটিকায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয়, আপীল বিভাগের মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ জাকির হোসেন ময়মনসিংহ জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য “ন্যায়কুঞ্জ” ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও “বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন করেন।
পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার সার্কিট হাউজে মাননীয় বিচারপতি গণের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও ফুলেল শুভেচছা জানান। সাক্ষাতকালে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পিবিআই, ময়মনসিংহ জেলার সাফল্যমন্ডিত কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম; বিজ্ঞ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে.এম. তোফায়েল হাসান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় প্রধান বিচারপতি’র একান্ত সচিব মোঃ আরিফুল ইসলাম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম; বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান সহ আরো অনেকেই।