Breaking News

ময়মনসিংহ জেলা পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ১৬ জুলাই ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড এবং কল্যাণ শেডে জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর জুন ২০২৩ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মানদন্ডে জেলা পুলিশের কোতোয়ালী, ঈশ্বরগঞ্জ ফুলপুর থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)- কে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়ের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। পরবর্তীতে জনাব মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ মহোদয় জাতীয় শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানানো হয়। কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতে কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম, ১১১ তম হয়ে এএসআই/ (নিঃ)- পদে পদোন্নতি লাভ করায় সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পরে ময়মনসিংহ জেলায় সদ্য যোগদানকৃত জনাব মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল কে শুভেচ্ছা জানান। সদ্য নিয়োগপ্রাপ্ত ও ময়মনসিংহ জেলায় যোগদানকৃত ০৫ জন সার্জেন্ট কে পুলিশ সুপার মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপের ক-গ্রুপের প্রতিযোগিতায় ময়মনসিংহ রেঞ্জ ফুটবল টিম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন ও পুরষ্কার প্রদান করেন। জনাব দীপক চন্দ্র মজুমদার, সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল, ময়মনসিংহ এর ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশে বদলীজনিত বিদায়ী স্মারক প্রদান করা হয় এবং জুলাই/২০২৩ খ্রি. মাসে ০৩ জন পুলিশ সদস্য কে অবসরজনিত কারণে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এরপর জুন/ ২০২৩ মাসে বিভিন্ন আভিযানিক সাফলতা ও আইন শৃঙ্খলা রক্ষার মানদন্ডে বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-

১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার- জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরিপুর সার্কেল।

২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – জনাব মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার), কোতোয়ালী মডেল থানা।

৩. শ্রেষ্ঠ এস আই- এস আই/ (নিঃ) মোঃ আজগর আলী, কোতোয়ালী মডেল থানা।

৪. শ্রেষ্ঠ এএসআই – এএসআই/ (নিঃ) মোঃ আমির হামজা, কোতোয়ালী মডেল থানা।

৫. শ্রেষ্ঠ সার্জেন্ট- সার্জেন্ট/- এসএম শওকত হোসেন, সদর ট্রাফিক।

৬. আইসিটি বিডি-০১ মিস কেস- ১/১৯ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে সোপর্দ- জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, ফুলপুর থানা, এস আই/- মোঃ সুমন মিয়া, এস আই/ মোঃ মোফাখখির উদ্দিন, এস আই/ মোঃ আবুল বাসেদ, এস আই/ রতন চৌধুরী সর্ব ফুলপুর থানা।

৭. আইসিটি বিডি-০১ মিস কেস- ০২/২১ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোপর্দ- এস আই/ (নিঃ) আশরাফুল আলম, ঈশ্বরগঞ্জ থানা।

৮. ঈশ্বরগঞ্জ থানার মামলা নং- ১৮(৮)২২, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড মামলার ঘটনায় জড়িত ০২ ( দুই) জন আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোপর্দ- জনাব ইমরান আল হোসাইন,পুলিশ পরিদর্শক (তদন্ত), গৌরিপুর থানা, এস আই/ মোঃ বাহারুল ইসলাম, এএসআই/ শাহাদাত হোসেন গৌরিপুর থানা।

৯. ধর্ষণ মামলায় অভিযুক্ত ০৩ (তিন) জন গ্রেফতার ও উক্ত কাজে ব্যবহৃত মিনিবাস আটক- জনাব মোঃ কামাল হোসেন , অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা, মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত), এস আই/ আব্দুল করিম, এস আই/ আবুল কালাম আজাদ,কং/ ৫৯৩ দেলোয়ার হোসেন, কং/১১৯৫ মোঃ সাব্বির।

১০. অটোরিকশা ছিনতাই ও খুনের মামলায় সরাসরি জড়িত ০১ জন আসামীসহ মোট ০৩ জন আসামী, ছিনতাইকৃত অটোরিকশার ০৪ টি ব্যাটারি ও নগদ-২৮০০০/- টাকা উদ্ধারসহ মামলার রহস্য উদঘাটন – এস আই/ (নিঃ) পরিমল চন্দ্র সরকার,জেলা গোয়ন্দা শাখা(ডিবি), এস আই/ সুবীর সরকার, এস আই/ কমল সরকার, এস আই/ মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন, কং/ ৬৬৫ ঝলমল পাল, কং/ ৯৭১ ইমরান হোসাইন, কং/ ১০৩০ মোঃ আহসান হাবিব সর্ব জেলা গোয়ান্দা শাখা (ডিবি), ময়মনসিংহ।
১১. ০২ (দুই) জন আসামী সহ ৪৮ ( আটচল্লিশ) কেজি গাজা উদ্ধার- এস আই/ (নিঃ) মোঃ মোস্তাক আহমেদ, এএসআই/ (নি:) আলয় চন্দ্র সরকার, এএসআই/(নিঃ) রোস্তম আলী, কং/ ১৬৩২ মোঃ রাকিবুল হাসান, কং/ ১৮৮৩ মোঃ বাদল মিয়া, ড্রাই-কং/ ১৩৯৯ আবদুল্লাহ সর্ব নান্দাইল থানা।

১২. যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল- এস আই/ (নিঃ) মোঃ ছামিউল হক, কং/ ১৯৫৬ সুবল চন্দ্র দাস, ভালুকা মডেল থানা।

১৩. পুলিশ কন্ট্রোল রুমে থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য- কং/ ১৭৭২ মোঃ বাবুল মিয়া,কং/১২৭৫ মোঃ শাহ আলম, কং/ ৪৪৩ উত্তম কুমার, কং/ ৩২৮ মোঃ শাহজালাল ভূইয়া, কং/ ১০০৫ জিয়াউল হক, কং/ ২০৩২ ফরিদুল হাসান সর্ব পুলিশ কন্ট্রোল রুম, ময়মনসিংহ।

কল্যাণ সভার পরবর্তী পর্যায়ে পুলিশ সুপার মহোদয় সকল থানা-ফাঁড়ি ও অন্যান্য ইউনিটসমূহে ফোর্সের জীবনমান, খাবার, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সমস্যা ও সেগুলোর সমাধানকল্পে বাস্তবসম্মত নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশ হাসপাতাল, ময়মনসিংহের সেবা ব্যবস্থা ও সক্ষমতা নিয়ে গঠনমূলক আলোচনা শেষে হাসপাতালে নিয়োজিত চিকিৎসককে ফোর্সের শারীরিক সুস্থতার ব্যাপারে কিছু পরামর্শ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় নিজের বক্তব্যে ফোর্সের উন্নয়নমূলক বিবিধ দিক-নির্দেশনা প্রদান করেন এছাড়াও প্রত্যেক টা পুলিশ সদস্যকে নিজ নিজ কর্তব্যের প্রতি যত্নবান এবং ডিউটি পালনকালে সর্বোচ্চ ধৈর্য্য, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ব্যাপারে তিনি নির্দেশ প্রদান করেন।

About Sak Shadi Masum

Check Also

মতিঝিল থানা পুলিশের অভিযানে ছিনতাই, ডাকাতি মামলার আসামী গ্রেফতার

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক : ছিনতাই, ডাকাতিসহ চার মামলার আসামি সিয়ামসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *