আব্দুল মতিন মাসুদ : বাংলাদেশ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী সাহেব এর হুকুমে, দেশব্যাপি ঈদুল ফিতর উপলক্ষে জামাতের অংশ হিসেবে, ময়মনসিংহ মহানগর জাকের পার্টির কার্যালয় সংলগ্ন, আমীরুন্নেছা সড়ক, মাসকান্দায় পবিত্র ঈদ উল ফিতরের মহা জামাত ২২এপ্রিল শনিবার সকাল ১০টায় অনুষ্টিত হয়।
ঈদুল ফিতরের মহা জামাতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রান মুমিন মুসলমানগন অংশগ্রহন করেন।
পবিত্র জামাতে উপস্থিত হয়ে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা করেন। আগামী ১ লা মে ১৮ ই বৈশাখ বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যােন ঢাকায় উপস্থিত হওয়ার জন্য দেশবাসিকে দাওয়াত করেন এবং জাকের পার্টির পতাকাতলে সকলকে ঐক্যবদ্দ হওয়ার জন্য আহ্বান জানান।
দেশবাসীর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়, এবং উপস্থিত সকলের জন্য মিষ্টান্ন বিতরন করা হয়।